টাঙ্গাইল জেলার অর্ন্তগত ১০নং হুগড়া ইউনিয়নের গয়রাগাছা গ্রামে বৃহত্তম যমুনা নদীর পূর্ব পাড়ে (১ কিলোমিটার দূরে) মাদ্রারাসাটি অবস্থিত। মাদ্রাসাটি ০৩ (তিন) কক্ষ বিশিষ্ট ১টি পাকা ভবনসহ ৯০ ফুট ১টি ও ৬০ ফুট দৈর্ঘ্যের মোট দুইটি টিনের ঘর ও ৪২ ফুট দৈর্ঘ্যর একটি মসজিদ অবস্থিত। এর প্রাকৃতিক পরিবেশ দর্শনীয়।
EIIN No: 114731.
মাদ্ররাসা কোডঃ ১২৭২৩।
মাদ্রারাসাটির নামকরণঃ সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলাধীন মোহালী গ্রামে প্রথমে এবতেদায়ী পর্যন্ত চালু করা হয়। পরবর্তীকালে করালগ্রাসী রাক্ষুসী যমুনা নদীর ভাঙ্গনে যখন মাদ্রারাসাটি বিলীন হওয়ার পথে তখন উক্ত এলাকাবাসীগণ টাঙ্গাইল জেলার অন্তর্গত গয়রাগাছা গ্রামের জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন সাহেবের নিকট উক্ত মাদ্ররাসাটি হসত্মামত্মর করেন। তিনি এলাকাবাসীর সহযোগিতায় অক্লান্তপরিশ্রমে মোহালী না ঠিক রেখে ০১/০৭/১৯৭৪ ইং সনে ‘‘মোহালী গয়রাগাছা দাখিল মাদ্রাসা’’ নামে প্রতিষ্ঠা ও নামকরণ করা হয়। পরে মাদ্ররাসাটি ০১/০৬/১৯৮৫ ইং সালে দাখিল মাদ্রাসা হিসেবে এমপিওভুক্ত হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
০১. | জনাব মোঃ আজগর আলী | সভাপতি |
০২. | জনাব মোঃ সাখাওয়াত হোসাইন | সদস্য সচিব/সুপার |
০৩. | জনাব মোঃ মোয়াজ্জেম হোসাইন | প্রতিষ্ঠাতা সদস্য |
০৪. | জনাব মোঃ আবুল কালাম আজাদ | দাতা সদস্য |
০৫. | জনাব মোঃ নুরম্নল ইসলাম | সদস্য |
০৬. | জনাব মোঃ আঃ রউফ | সদস্য |
০৭. | জনাব মোঃ বছির উদ্দিন | সদস্য |
০৮. | জনাব মোঃ সিরাজুল ইসলাম | সদস্য |
০৯. | জনাব খন্দকার আঃ মোত্তালিব | সদস্য |
১০. | জনাব মোঃ আঃ রাজ্জাক আনছারী | সদস্য |
১১. | জনাব মোঃ সাইফুল ইসলাম | সদস্য |
পরীক্ষার নাম | সন | অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা | উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর সংখ্যা | পাশের হার |
দাখিল | ২০০৭ | ১৫ জন | ০৮ জন | ৫৩.৩৩% |
দাখিল | ২০০৮ | ২০ জন | ১৬ জন | ৮০% |
দাখিল | ২০০৯ | ৩১ জন | ২৪ জন | ৭৭.৪১% |
দাখিল | ২০১০ | ৫১ জন | ৪৯ জন | ৯৬.০৭% |
দাখিল | ২০১১ | ৪২ জন | ২৭ জন | ৬৪.২৮% |
সাধারণ বৃত্তি ০১, উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ৬৬ জন।
এলাকাবাসীর অক্লান্তপরিশ্রমে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার ফলে প্রত্যন্ত অঞ্চল তথা চরাঞ্চলের কোমলমতি শিশুরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে ইহকাল ও পরকালের সঠিক জ্ঞানার্জন করা সম্ভব হচ্ছে।
(ক) শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করা ;
(খ) বিজ্ঞান শাখা খোলা যাতে শিক্ষার্থীরা বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমূলক জ্ঞান লাভ করতে পারে ;
(গ) আভ্যন্তরীণ ও সকল পাবলিক পরীক্ষার ফলাফল শতভাগে উন্নীত করা।
mohali_goy_dak_mad@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস