Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজ আনুহলা টাঙ্গাইল ।

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজটি টাঙ্গাইলের ১০ কিলোমিটার পশ্চিমে চরাঞ্চলে প্রায় ১০একর জমির উপর অবস্থিত। কলেজটিতে দুইটি দ্বিতল ভবন দুইটি টিনশেড্ ভবন রয়েছে,এখানে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখাএবং ডিগ্রি স্তরে মানবিক শাখা চালু রয়েছে । এল শেফড্ কলেজের চত্তরে রয়েছে একটি বিশাল মাঠ ,মাঠের পূর্ব পার্শ্বে রয়েছে একটি বিশাল পুকুর । ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে পৃথক শৌচাগার এবং পয়নিষ্কাশনের সু-ব্যবস্থা ।কলেজে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় চারশতাধিক এবং শিক্ষক মন্ডলীর সংখ্যা ২৩ জন , তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীর সংখ্যা ১৫ জন । শিক্ষক মন্ডলীদের জন্য রয়েছে শিক্ষক মিলনায়তন, অধ্যক্ষের  জন্য রয়েছে অধ্যক্ষ কার্যালয় , ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে ,পৃথক- পৃথক কমনরুম, সুবিশাল লাইব্রেরী, লেনদেনের জন্য অফিসরুম। তাছাড়া শিক্ষার্থীদের পৃথক-পৃথক শৌচাগার ,পানি সরবরাহের জন্য বিদ্যুৎ চালিত সুব্যবস্থা । কলেজের বিভিন্ন তথ্যদি আদান প্রদানের জন্য আধুনিক প্রযুক্তির ইন্টারনেট ও ই-মেইল সংযোগ রয়েছে ।