এই বিদ্যালয়টি ১৯১০ সালে প্রতিষ্ঠিত। মোট ৫০ শতাংশ ভূমির উপর এটি স্থাপিত। বিদ্যালয়ের মোট ভবন সংখ্যা ৪ টি। টয়লেট সংখ্যা ২ টি। টিউবওয়েল ১ টি। প্রধান শিক্ষকসহ শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৮ জন। মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ৫৩৪ জন।
স্থানীয় জনগণের উদ্যোগে বিদ্যালয়টি স্থাপিত হয়। জমিদাতার নাম হাজী ওসমান গনি চাকলাদার। বিদ্যালয়টির উন্নয়ন সাধিত হয় ১৯৬৩ সালে। সরকারিকরণ করা হয় ১৯৭৪ সালে।
১। মোঃ নাজিম উদ্দিন (সভাপতি)
২। মোঃ আব্দুল কুদ্দুস (সহ সভাপতি)
৩। শামীম আল মামুন (উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক)
৪। হায়দার আলী মোল্লা (সদস্য)
৫। সাইফুল ইসলাম (সদস্য)
৬। আঙ্গুর খান (সদস্য)
৭। ফরিদা বেগম (সদস্য)
৮। মাহমুদা আক্তার (সদস্য)
৯। আনোয়ারা আক্তার (সদস্য)
১০ । মোঃ গোলাম মোস্তফা (সদস্য)
১১। আতিকুর রহমান, সহকারি শিক্ষক, অত্র বিদ্যালয়।
১২। জাকিয়া সুলতানা, সদস্য সচিব।
২০০৭- ১০০%; বৃত্তি : সাধারণ- ০১ জন
২০০৮- ১০০% ; বৃত্তি : সাধারণ- ০০
২০০৯- ১০০% ; বৃত্তি : সাধারণ- ০১ জন
২০১০- ১০০% ; বৃত্তি : সাধারণ- ০২ জন
২০১১- ১০০% ; বৃত্তি : সাধারণ- ০১ জন
মোট ছাত্র ছাত্রী (১ম-৫ম) - ৫১৯ জন।
উপবৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীর সংখ্যা - ২৫৫ জন।
শতভাগ ভর্তি নিশ্চিতকরণ। শতভাগ পাশের হার নিশ্চিতকরণ। ঝরে পড়ার হার ন্যূনতম পর্যায়ে নিশ্চিতকরণ। প্রতি বছর বৃত্তি প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি করা।
বিদ্যালয়টিকে একটি মডেল স্কুল হিসেবে উপস্থাপন করা।
গ্রামঃ হুগড়া, ডাকঘরঃ আনহুলা, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস