Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রাশেদ হাসান উচ্চ বিদ্যালয়, ধুলবাড়ী, টাঙ্গাইল

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

টাঙ্গাইল জেলার, সদর উপজেলায় ১০নং হুগড়া ইউনিয়নের অন্তর্গত ধুলবাড়ী গ্রামে অত্র বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি ১টি একতলা বিশিষ্ট পাকা ভবন সহ ২টি টিনের চালা ঘর আছে। বিদ্যালয়ের সামনে একটি মাঠ ও মাঠের দক্ষিণ পাশে একটি পুকুর আছে। বর্তমানে ৩২৪ জন ছাত্র/ছাত্রী ও ১২ জন শিক্ষক/কর্মচারী নিয়ে বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে। কক্ষ সংখ্যা ১১টি। তন্মধ্যে ৭টি শ্রেণীকক্ষ ও ১টি শিক্ষক মিলনায়তন ১টি ছাত্রীদের কমনরুম ১টি অফিস রুম ও ১টি অন্যান্য কাজে ব্যবহৃত হয়। পৃথক কোন পাঠাগার নেই তবে অফিস রুমে আলমারীতে বই সংরক্ষণ করা হয় ও  শিক্ষক/শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। ৬টি আলমারী, ২৫টি চেয়ার ও ১১টি টেবিল, ১৬০ জোড়া বেঞ্চ আছে। বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়নের জন্য জোড় চেষ্টা চালানো হচ্ছে। ১৯৭ শতাংশ জমির উপর বিদ্যালয়টি অবস্থিত।