বিদ্যালয়টি ১.৩২ শতাংশ জমির উপর অবস্থিত। বিদ্যালয়ে ২টি পাকা ভবন রয়েছে। একটি ভবনে ৪টি কক্ষ, আরেকটি ভবনে ২টি কক্ষ রয়েছে। পাঠদানের জন্য ব্যবহৃত কক্ষ ৪টি, অফিস কক্ষ ১টি। এছাড়া ১টি ভগ্ন, অকেজো টিনের ঘর রয়েছে। শিক্ষাদের জন্য ২টি এবং শিক্ষকদের জন্য ১টি টয়লেট রয়েছে। বিদ্যালয়ের নলকূপ ১টি অকেজো। এ বিদ্যালয়ের কোন সীমানা প্রাচীর নেই। উপজেলা থেকে বিদ্যালয়ের দূরত্ব ২০ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা - ট্যাম্পু ও পায়ে হেটু।
এ বিদ্যালয় নির্মাণে জমি দান করেছেন মোঃ তরিপউল্যা মন্ডল, মুন্দীর আলী বেপারী এবং রোস্তম আলী বেপারী। জনগণ স্বতস্ফুর্ত ভাবে টিন, খুটি, বাঁশ এবং অর্থ প্রদান করেছেন। ১৯৬১ সালে টিনের ঘর নির্মিত হয়। ১৯৭৪ সালে সরকারী অনুমোদন লাভ করে। ১৯৯৯ সালে ৪ কক্ষ বিশিষ্ট পাকা ভবন নির্মিত হয়। PEDP -২ প্রকল্পের আওতায় ২০০৭ সালে ২ কক্ষ বিশিষ্ট আরেকটি পাকা ভবন নির্মিত হয়।
২০০৭ | পাশের | হার | ১০০% | বৃত্তি | - | জন | - |
২০০৮ | ’’ | ’’ | ১০০% | ’’ | - | ’’ | - |
২০০৯ | ’’ | ’’ | ১০০% | ’’ | - | ’’ | - |
২০১০ | ’’ | ’’ | ১০০% | ’’ | - | ’’ | - |
২০১১ | ’’ | ’’ | ১০০% | ’’ | - | ’’ | - |
সরকারি বিধি মোতাবেক শিক্ষা বৃত্তি চালু আছে।
পাশের হার শতভাগে উন্নীত, ঝরে পড়ার হার হ্রাস, শতভাগ ভর্তি, অনুপস্থিত রোধ, খেলাধুলা ও মানসম্মত পাঠদান।
শিক্ষার গুণগত মান ১০০% উন্নীত, ঝরে পড়ার হার শূন্য কোঠায় নিয়ে আসা, বৃত্তি প্রাপ্তের সংখ্যা বৃদ্ধি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস