ভবন ১টি টিনসেড, জরাজীর্ণ, অফিস কক্ষ সহ মোট কক্ষ ৪টি।
জমির পরিমাণ ৫০ শতাংশ।
১৯৩৮ সালে জনাব ওমর আলী সাহেবের উদ্যোগে বাহির শিমুল মৌজার মধ্যে পশ্চিম পার্শ্বে বিদ্যালয়টি স্থাপিত হয় এর পর ধলেশ্বরীর শাখা নদী এসে বিদ্যালয়টি ভেঙ্গে যায় পরে বিদ্যালয়টি বাহির শিমুল মৌজার ঈদগাহ মাঠের দক্ষিণ পূর্বে স্থাপিত হয়। ১৯৮৮ সালের বন্যায় বিদ্যালয় ভবনটি আবার ভেঙ্গে যায় এমতাবস্থায় কিছুদিন একটি টিনের ঘওে ক্লাশ চলে। ১৯৯১-৯২ সালে বিদ্যালয়টি পুননির্মাণ করা হয়।
১১ সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যমান।
২০০৭ সালে পাশের হার ৮০%------------ বৃত্তি নাই
২০০৮ সালে পাশের হার ৮২% ----------- বৃত্তি নাই
২০০৯ সালে পাশের হার ৯২%------------- বৃত্তি নাই
২০১০ সালে পাশের হার ১০০%---- ১জন (ট্যালেন্টপুল)
সরকারী বিধি মোতাবেক শিক্ষা বৃত্তি চালু আছে।
পাশের হার শতভাগে উন্নীত, ঝড়ে পরার হার হ্রাস, শতভাগ ভর্তি, ছাত্র সংখ্যা বৃদ্ধি, উপস্থিতির হার বৃদ্ধি, প্রতি বছর বৃত্তি প্রাপ্তি, খেলাধূলায় পুরস্কার প্রাপ্তি ছাত্র-ছাত্রীদের পোষাক শতভাগ ইত্যাদি।
শিক্ষার গুনগত মান উন্নয়ন, ঝড়ে পড়া রোধ বৃত্তি প্রাপ্তির হার বাড়ানো।
বাহির শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোঃ চৌধুরী মালঞ্চ,
উপজেলা ও জেলা-টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস