১টি ভবন, ৩টি কক্ষ, ১টি টিনের চৌচালা ঘর, জমির পরিমাণ ৩৩ শতাংশ।
১৯৭৪ এর পূর্বে অত্র গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় এলাকার জনগণের উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। বছির উদ্দিন প্রামাণিক, আকাল প্রামাণিক, রওশন আলী ওয়াজেদ আলী ভুইয়া, মোশারফ হোসেন, জায়গীর হোসেন, মোকছেদ আলী মোল্লা, শুকুর মামুদ শরবেশ আলী, আবু হানিফ, এদের সার্বিক প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। অদ্যাবধি সকলের সার্বিক সহযোগিতায় এবং শিক্ষকদের ঐকান্তিক চেষ্টায় বিদ্যালয়ের সার্বিক উন্নতি ত্বরান্বিত হচ্ছে।
শিশু শ্রেণী- ৩০, ১ম- ৭৩ জন, ২য়-৬০ জন, ৩য়- ৫১ জন, ৪র্থ- ৪২ জন, ৫ম- ৩৩ জন
সন পাশের হার
২০০৭ ৯৫%
২০০৮ ১০০%
২০০৯ ১০০%
২০১০ ১০০%
২০১১ ৯৭%
সন ট্যালেন্টপুল সাধারণ
২০০৭ - -
২০০৮ - -
২০০৯ - -
২০১০ - -
২০১১ - -
পাশের হার ৯৭% উন্নীত, ঝরে পড়ার হার হ্রাস, শতভাগ ভর্তি, ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি, খেলাধুলায় পুস্কার প্রাপ্তি, ছাত্র-ছাত্রীদের পোষাক শতভাগ ইত্যাদি।
ঝরে পড়া রোধ, বৃত্তি প্রাপ্তির জন্য বিশেষ পাঠদানের ব্যবস্থা গ্রহণ, শিক্ষার গুণগত মান উন্নীতকরণ।
গ্রাম: কচুয়া, ডাকঘর: ধুলবাড়ী, উপজেলা: টাঙ্গইল সদর,
জেলা: টাঙ্গাইল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস