৬৬ নং চকগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় টাঙ্গাইল জেলার অন্তর্গত টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের গয়রাগাছা মৌজায় গয়রাগাছা গ্রামে অবস্থিত। বর্তমানে বিদ্যালয়টি প্রায় ৪০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। যাহা ১৯০৪ খ্রিঃ বেশকিছ শিক্ষানুরাগী ব্যক্তিগণের আন্তরিক প্রচেষ্টায় যমুনা নদীর তীরবর্তী চকগোপাল গ্রামে স্থাপন করা হয়। উল্লেখ থাকে যে, বিদ্যালয়টি যমুনা নদীতে বিলীন হয়ে যাওয়ায় ২০০৫ সালে স্থানীয় গণ্যমান্য ও সকল স্তরের মানুষের সহযোগিতায় গয়রাগাছা গ্রামে আবার বিদ্যালয়টির কার্যক্রম চালু হয়। বিদ্যালয়টি চার কক্ষ বিশিষ্ট দক্ষিণমুখী ১টি টিনের ঘরে অবস্থিত। বিদ্যালয় ভবনটির অবস্থা জরাজীর্ণ। পূর্বমুখী ১টি টিনের ঘর আছে যাহা ব্যবহারের অযোগ্য। বিদ্যালয়টির সম্মুখে একটি সুদৃশ্য খেলার মাঠ রয়েছে। শত প্রতিকূলতার মাঝেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাপনী ও বৃত্তি পরীক্ষায় ভাল ফলাফল করে আসছে। বিদ্যালয়ের কোড - ৩০৬০৫১৫০১
বর্তমান চকগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় যমুনা নদীর তীরবর্তী চকগোপাল ও অন্যান্য গ্রামের জনগোষ্ঠির শিক্ষার চাহিদা পূরণের উদ্দেশ্যে ১৯০৪ খ্রিঃ এ এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। কিন্তু বিদ্যালয়টি যমুনা নদীর গর্ভে বিলিন হয়ে যাওয়ায় কিছু স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিগনের উদ্যোগে এবং ভূমিদাতা ও এস.এম.সি (বর্তমান) সভাপতি জনাব মোঃ কদম আলী সাহেব এর প্রচেষ্টায় ২০০৫ সালে গয়রাগাছা গ্রামে পুনরায় বিদ্যালয়টির কার্যক্রম চালু হয়।সেই থেকে আজ পর্যন্ত বিদ্যালয়টি গয়রাগাছা , চকগোপাল, মালতি পাড়া , ডিগ্রী হুগড়া ও কচুয়া গ্রামের কিছু অংশের শিশুদের মাঝে শিক্ষার আলো বিতরণ করে চলেছে।
পাশের সন | পরীক্ষার্থীর সংখা | পরীক্ষায় উত্তীর্ণ | পাশের হার | বৃত্তির ফলাফল | মোট | |
সাধারন | ট্যালেন্টপুল | |||||
২০০৭ | ১৮ | ১৮ | ১০০% | - | - | - |
২০০৮ | ১৫ | ১৫ | ১০০% | ১ জন | ১ জন | ২ জন |
২০০৯ | ২১ | ২১ | ১০০% | ১ জন | - | ১ জন |
২০১০ | ৩৪ | ৩৪ | ১০০% | ১ জন | - | ১ জন |
২০১১ | ৫৩ | ৫৩ | ১০০% | ১ জন | - | ১ জন |
সরকারি বিধি মোতাবেক শিক্ষা বৃত্তি চালু আছে।
পাশের হার শতভাগে উন্নীত, ঝরে পড়ার হার হ্রাস, শতভাগ ছাত্রুছাত্রী ভর্তি, ছাত্র সংখ্যা বৃদ্ধি, উপস্থিতির হার বৃদ্ধি, প্রতিবছর বৃত্তি প্রাপ্তি, খেলা ধুলায় পুরস্কার প্রাপ্তি, ছাত্র-ছাত্রীদের পোষাক শতভাগ নিশ্চিতকরণ ইত্যাদি।
ঝরে পড়া রোধ, বৃত্তি প্রাপ্তির হার বাড়ানো, সমাপনী পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল নিশ্চিতকরণ, শিক্ষার গুনগত মান উন্নীতকরন।
গ্রাম- গয়রাগাছা, ডাকঘর- আনুহলা, উপজেলা- টাঙ্গাইল সদর, জেলা- টাঙ্গাইল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস