মাদ্রাসাটি ১০ নং হুগড়া ইউনিয়নের বেগুনটাল গ্রামের বেগুনটাল বাজারের দক্ষিণ পাশে অবস্থিত। মাদ্রাসাটি ০৭ (সাত) কক্ষ বিশিষ্ট মেঝে পাকা। ও একটি ০৫ (পাঁচ) কক্ষ বিশিষ্ট বারান্দাসহ টিনের ঘর আছে। প্রাকৃতিক মনোরম পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত।
মাদ্রাসার নাম করন : মাদ্রাসার নামকরণ টাঙ্গাইল জেলার সদর উপজেলাধীন বেগুনটাল গ্রামের ঈদ- গাহ ময়দানে বেগুনটাল গ্রামের সুনামধন্য বিশিষ্ট দানবীর মোঃ সাহেব আলী খলিফা ও মোহাম্মদ আলী (মাহাম) ৭২ (বাহাত্তর) শতাংশ জমি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য দান করেন। ও পরবর্তীতে হুগড়া গ্রামের বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক জনাব আলহাজ মোঃ আকরাম হোসাইন ০১/০১/১৯৯৮ইং সনে হুগড়া ও বেগুনটাল গ্রামের নাম অনুসারে হুগড়া বেগুনটাল দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ২০০১ ইং সনে মাদ্রাসাটি পাঠ দান অনুমতি ও ০১/০১/২০০৪ইং সনে মাদ্রাসাটি স্বীকৃতি প্রাপ্ত হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | মোঃ মোর্শেদ আলম দুলাল | সভাপতি |
২ | মোঃ কামরুল হাসান | সম্পাদক |
৩ | আলহাজ মোঃ আকরাম হোসাইন | প্রতিষ্ঠাতা |
৪ | আব্দুল হামিদ | কো-অপ্ট |
৫ | মির্জা লায়লা হোসাইন | দাতা |
৬ | মোঃ ইউনুস আলী | সদস্য |
৭ | মোঃ সাহেব আলী | সদস্য |
৮ | মোহাম্মদ আলী | সদস্য |
৯ | মোঃ তারা মিয়া | সদস্য |
১০ | মাহমুদা নবী | সদস্য |
১১ | মোঃ আবুবক্কর | সদস্য |
১২ | মোঃ সুজাবত আলী | সদস্য |
১৩ | মোছাঃ হেনা খাতুন | সদস্য |
সন | পরীক্ষা | পাশ | সন | পরীক্ষা | পাশ | সন | পরীক্ষা | পাশ |
২০০৭ |
|
| ২০০৭ |
|
| ২০০৭ |
|
|
২০০৮ |
|
| ২০০৮ |
|
| ২০০৮ | ১৩ | ১২ |
২০০৯ |
|
| ২০০৯ |
|
| ২০০৯ | ২৫ | ২৪ |
২০১০ | ৩২ | ২৬ | ২০১০ | ২২ | ১৪ | ২০১০ | ৩৭ | ৩২ |
২০১১ | ২৮ | ২৮ | ২০১১ | ৩০ | ২৬ | ২০১১ | ৪৮ | ৩৫ |
ছাত্র ১০% ও ছাত্রী ৩০% হিসেবে ৬ষ্ঠ শ্রেণীতে ১০ জন, ৭ম শ্রেণীতে ১৭ জন, ৮ম শ্রেণীতে ১৫ জন, ৯ম শ্রেণীতে ১২ জন, ও ১০ম শ্রেণীতে ১১ জন মোট ৬৫ ছাত/ছাত্রী শিক্ষা বৃত্তি পাচ্ছে।
ছাত্র ১০% ও ছাত্রী ৩০% হিসেবে ৬ষ্ঠ শ্রেণীতে ১০ জন, ৭ম শ্রেণীতে ১৭ জন, ৮ম শ্রেণীতে ১৫ জন, ৯ম শ্রেণীতে ১২ জন, ও ১০ম শ্রেণীতে ১১ জন মোট ৬৫ ছাত/ছাত্রী শিক্ষা বৃত্তি পাচ্ছে।
মাদ্রাসাটিকে আরও অধিকতর উন্নতি করার এবং কম্পিউটার বিভাগ খোলে ছাত্র/ছাত্রীদের যুগউপযোগী শিক্ষা দিয়ে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা রহিয়াছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস