গ্রাম আদালত মূলত: স্থানীয় সরকারের একটি দেওয়ানী ও ফৌজদারী আদালত, যাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান স্থানীয় সরকারের প্রধান হিসেবে আদালেতের জজ হিসেবে কোর্ট পরিচালনা করে। এছাড়াও ইউপি সচিব ও বর্তমান পরিষদ এর সহযোগিতায় চেয়ারম্যান সাহেবকে বিচার কার্য্য পরিচালনায় সহায়তা করে থাকে। গ্রাম আদালতে সাধারনত যে বিষয়ের উপর পরিছালনা কার্য সম্পাদন করে থাকে তা হচ্ছে-
১. অভিযোগ গ্রহন, মিমাংসা, রায়।
২. দ্বিতীয় বিবাহের আবেদন গ্রহন ও অনুমতি প্রদান।
৩. উদ্ধতন আদালত হতে তদন্ত ও মোকাদ্দমা নথি প্রাপ্ত এবং প্রতিরবধন দাখিল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস